নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহস করে তাকাতে পারিনি
রাখতে পারিনি চোখে চোখ,
ভিরু কাপুরুষ মৃদু লজ্জায় ঠোঁট কাঁমড়ে ধরায় যার সুখ |
হাতের নাগালে থেকেও তুলে নিতে পারিনি তার হাত হাতে,
পাশাপাশি বসেও সরে গেছি কাছ থেকে দূরে
অপ্রত্যাশিত গোপন কোন শঙ্কাতে |
নিন্দা প্রস্তাব দিয়েছি,
চাইনি ভালোবাসার নামে মুঠো ভরে এক মুহূর্ত সুখ, দেহের দামে;
জন্ম থেকেই কাপুরুষ
নাস্তিক ও নই আস্তিক ও নই
দূর থেকে ভালোবাসাই যার সুখ |
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
লেজ কাটা শেয়াল বলেছেন: নাস্তিক ও নই আস্তিক ও নই ণছ