নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে খুঁজতে খুঁজতে পৃথিবী চব্বিশ টি বার আর্বতন করে ফেললো সূর্যকে
আমি অসংখ্য মুখে তোমার ছাপ খুঁজে পেয়েছি,
অসংখ্য লোকের মাঝে তোমার ছায়া
অথচ তোমাকে খুঁজে পাই নি !
আমি অসংখ্য বার অন্যের সাথে পা মিলিয়েছি অথচ গন্তব্যে পৌঁছাতে পারি নি |
তোমাকে খুঁজতে খুঁজতে পৃথিবী চব্বিশ টি বার আর্বতন করে ফেললো সূর্যকে
পাখিরা ফিরলো নীড়ে সহস্রবার
গোধূলি হ্মণে |
প্রিয়তমা হতে এসেছিলো অনেকেই, ভোলাতে রূপ রস অথবা যৌবনের টানে |
আমি কাওকে ফিরোয়নি, দেহ সর্বস্ব প্রেম ছাড়া হাতরে তাদের মাঝে কিছু পাই নি |
তারা কেউ বোঝেনি আমি কিসের সন্ধানে মর্মাহত, হ্মত বিহ্মত কতখানি |
©somewhere in net ltd.