![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানালা টা খুলে আজো রাখি
অকারনেই কিছুটা সময় নিয়ে ওপাশের আঁধারে তাকিয়ে থাকি |
ঝিঁঝি দের এক টানা কোরাসেও কেন জানি থাকে মৌনতা,
জোনাকির আলোময় উপস্থিতি তেও কাটে না শূন্যতা |
মাঝে মাঝে জ্যোত্স্ননার আলো এসে সেখানে দেয় উঁকি,
যদিও এসব কিছু ই লাগে না ভালো
মন আজো অন্ধ, আঁধারে খোঁজে আলো |
মাঝে মাঝে মনে হয় সব ই অর্থহীন, এই যে বেঁচে থাকা সময় করে রোজ তোমার সাথে দেখা |
অজান্তের স্পর্শে চমকে উঠে একটু সরে বসা
তাড়াতাড়ি চোখ নামিয়ে কফির কাপে চুমুক দিয়ে লাজুক হাসা;
এ সব যেন শুধু ই ভন্ডামি,
যেখানে অচেনা বিষাদের মেঘ একা রাত গুলতে শরীর ঘিরে হয় জমা,
ঘরের ভেতর বদ্ধ লাগে, পশুর মত গ্রাস করে হ্মুধা তৃষ্ণা আকাহ্মা,
যারা ভেঙ্গে ফেলতে চাই সব সংযমের বাঁধা
অথচ তোমায় দিতে চাই এখনো শুদ্ধ কিছুটা ভালোবাসা.... এখনো....
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১
ভুল উচ্ছাস বলেছেন: কবিতার পোষ্টে এইটা কি কমেন্ট?
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
তুহিন আল মামুন বলেছেন: প্রতিবাদ
বিদ্র:ঃ এই লেখার জন্য সামহোয়ারইন ব্লগ এ আমার অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে । ১৪ দিন স্থগিত থাকার কথা থাকলেও্ এখনো খুলে নি ।
থাবা বাবার মৃত্যুতে আমি ব্যাক্তিগত ভাবে শোকাহত । তার এই অকাল মৃত্যু কোন ভাবেই কাম্য নয় । আমি কিছু ক্ষণ আগে থাবা বাবা এর পেইজ ওপেন করেছিলাম । এবং সেখানে তার একটি পোস্টে কমেন্টস করতে চাইলাম কিন্তু পারলাম না, আমার কমেন্ট লেখার জন্য যতটুকু সময় লেগেছে এর মধ্যেই তার সেই পোস্টটি ডিলিট করা হয়েছে । আমাকে কমেন্টসও করতে দিল না ।
আমি মনে করি মডুর উচিত হবে না তার পোস্ট গুলো ডিলিট করা । কারন এর মাধ্যমে সে তার চিন্তা চেতনা কে সবার মাঝে বিলিয়ে দিতে চেয়েছেন । আমি তার একটি লেখা পড়ে যতটুকু বুঝেছি তিনি একটু নাস্তিক টাইপের ছিলেন ।
আর অনেকেই হয়তো ধারণা করেছেন যে এই কারণেই তাকে খুন করা হয়েছে । কিন্তু যারা হত্য করেছে তার নিশ্চয় জানে না যে প্রত্যেক হত্যাই জঘন্য ।
আর প্রয়াত থাবা বাবা কে বলতে চাই- যদি তার অত্মা অবিনশ্বর হয়,- আমার মতে নাস্তিকতা মানে হলো কোন ধর্মকে কুটুক্তি করা নয়, এক্ষেত্রে বিশেষ কোন ধর্মকেতো নয়ই । যখন ধর্মীয় সমালোচনা হবে তখন তা হতে হবে সকল ধর্মের সামালোচনা । বিশেষ কোন ধর্মকে উদ্দেশ্য করেতো নয়ই ।
আমি থাবা বাবার জন্য দোয়া প্রর্থনা করছি আমার সৃষ্টি কর্তার কছে । যাতে তিনি তাকে ক্ষমা করে দেন ।