নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

১.

সব ঝিনুকে কি আর মুক্ত থাকে, কিছুতে থাকে রোগ

তুমি আমায় খুলে যেমন পেলে শুধু ই দুঃখ শোক



২.

ঝর্ণা শুকিয়ে গেলেও

পাহাড়ে থাকে তার হ্মত

পাথরে র উপর জল নেই তবু জলের দাগ শত শত



৩.

আমি দেখছি তোমার চলে যাওয়া

দেখছি তুমি যাচ্ছো,

আমায় ছেড়ে অনেক দূরে

অনেক উপরে উড়তে চাচ্ছো



৪.

আমার রঙিন সব দিন তোমার কাছে জমা

ধূসর মলিন দিন গুলির মাঝে কেউ আসেনি দিতে একটি ও দাড়ি কমা



৫.

কেটেছে অনেক শব্দহীন সময় অর্থহীন সব কাজে

আর একবার ফিরে এলেই

প্রমিজ শর্তহীন ভালোবাসা পাবে



৬.

তোমার জন্য নষ্ট হলাম

কষ্ট পেলাম অনেক

অনেক তুমি ছল করেছ

এসো খেসারত দেবে এবার সুদ আসল সমেত



৭.

কিছু শূন্যস্থান কখনো পূরণ হবে না,

বেঁচেও মরা বিভেদের যত ক্ষত;

কি করে মুছি ও গুলো জমছে যে প্রতিনিয়ত



৮.

বুঝিনি কি ভাবে যে হল তার সাথে আরি

কার দোষ ছিল, কোন টা ছিল বাড়াবাড়ি !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

নীল েমঘ বলেছেন: মাথার মধ্যে কখনো-কখনো দু'লাইন কব্য ঘুরঘুর করলেও তা আর তিন লাইন এ নিতে পারি না। সেই জন্য অণুকাব্যই আমার ভরশা B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.