![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেহ্মা টা অনেক তীব্র হবে
দৃষ্টি রবে কালো পিচে মোড়ানো ফেরার পথটাতে,
অভিমানী চোখ এক সময় ঝাপসা হবে
মন বলবে আজ আসুক তবে
আজ ঝগড়া রেষারেষি আজ মেটানো হবে না কোন ভালোবাসার দাবি |
এক সময় ভুলতে স্মৃতি ব্যস্ত হবে কাজের মাঝে
অনাদরে ব্যলকনিতে পড়ে থাকা ক্যাকটাস গুলো এই সুযোগে
তার হাতের একটু আদর পাবে |
অপেহ্মা টা অনেক তীব্র হবে,
আয়নায় দেহ মন দিয়ে বসে রবে সবটা দুপুর
আনমনেতেই সঙ্গী হবে বিরহী কোন সুর |
নিজের সাথেই একাকী কিছুহ্মণ
ধরিত্রী রুপে সাজিয়ে তোলার চলবে আয়োজন |
উত্কন্ঠিত মন তবু অজানা শঙ্কায় উঠবে কেঁপে ;
মৃদু শব্দেই ছুটে যাবে কেউ এলো বুঝি
নাড়ছে হয়তো কড়া এমন ভেবে,
অপেহ্মাটা অনেক তীব্র হবে......
©somewhere in net ltd.