![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে শত চেষ্টা করেও ভুলতে পারি নি
ভালোবাসা বলতে আজো তোমাকেই চিনি
ঘুমাতে যায় আজো দীর্ঘঃশ্বাস চেপে
জেগে উঠি ভ্রান্ত বিশ্বাসে, ভাবি আজ নিশ্চয় তুমি কেমন আছি জানতে চেয়ে খোঁজ নেবে |
সব কিছুতে দেখি তোমার স্পর্শ
দেওয়াল আলমারি বুক সেলফে বই আছে যত,
অজান্তেই গ্রাস করে মনে রাখা স্মৃতি ব্যাধির মত |
হাতের ফাঁক গলে গড়িয়ে পড়া স্বপ্ন আজ
ফোঁটাচ্ছে পাথরের ফুল শত শত |
©somewhere in net ltd.