![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমায় ছেড়ে কত টা দূরে যাবে,
চেপে রাখা দীর্ঘঃশ্বাস সঙ্গী করে কতটা সুখ পাবে ?
আমায় ছেড়ে কত টা দূরে যাবে ? হাসি মুখে সবার অলহ্ম্যে আড়চোখে তো ও চোখ ঠিক ই আমায় খুঁজে যাবে |
আমায় ছেড়ে কতটা দূরে যাবে ?
মুখোশে লুকিয়ে মুখ, এড়িয়ে থাকা সুখ কতটা আর অহংকারের তৃষ্ণা মেটাবে |
আমায় ছেড়ে কতটা দূরে যাবে ?
মাঞ্জা দেওয়া ঘুড়ির মতন
অবাধ্য হাওয়ায় উড়িয়ে মন
কতটা আকাশ তুমি দখলে পাবে ?
আমায় ছেড়ে কতটা দূরে যাবে ?
©somewhere in net ltd.