নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি না কখন তুমি আঁকড়ে ধরেছিলে
ভাঙ্গা বেড়াটা উঠোনের কোণে,
বুঝিনি কখন দৃঢ় হলে সূর্যালোক ছোঁবে বলে |
রাখি নি খবর তোমার করিনি একটু ও পরিচর্যা,
ব্যস্ত থেকেছি নিজের মাঝেই চির সত্য কে ফেলে মিথ্যে প্রয়োজনীয় সব কাজে,
বেড়ে উঠছো তুমি একাই দৃঢ় থেকে দৃঢ় রূপে নিভৃতে অরহ্মিত মনের উঠোনে তখন,
পরিনত হয়েছো ততদিনে দহ্ম সমরনায়কে
দখলে নিয়েছো ওটা সুকৌশলে |
টের পাই নি কেউ যে তোমার উপস্থিতি,
আড়ালে ছড়িয়েছো শাখা একটু একটু করে
কাজে লাগিয়েছো প্রতিটি অনুকূল দৃশ্য আর স্মৃতি |
মনের উঠোন হঠাত্ ই দেখি সবুজে সবুজ,
সেখানে অচেনা এক ফুল !
নাম কি তোমার- ভালোবাসা, না অবচেতন ভুল ?
©somewhere in net ltd.