নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

দিন বদল

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

এমন স্বপ্ন দেখা শিখলে তুমি কবে,

পাওনা গুলো চুকিয়ে দেওয়া কি করে ভাবলে এতো সহজ হবে !

অনাবৃষ্টির এই হ্মণে ইচ্ছে ডানায় উড়িয়ে নিয়েছো মেঘ

কোন নতুন স্বপ্ন দেখার ছলে ?



কখনো ভাবিনি স্বপ্ন দেখা শেখাতে গিয়ে তোমায়

ভয়ানক কৃষ্ণপহ্ম সেঁটে যাবে যে চোখের তারায়,

বুঝিনি জলের উপর জলের ছবি এঁকে

হারিয়ে যাব তোমার আকাশ থেকে রক্ত গোধূলি সাহ্মী রেখে |



বলতে হবে স্বপ্ন তুমি আমার থেকে দেখতে ভাল ই পারো,

এক মুহূর্তে জীবন বদলে ফেলার সহজ মন্ত্র জানো |

বদলেছো তুমি অনেক এখন

বদলেছে যে তোমার চোখের মাঝের মায়া,

যেখানে এতকাল ভেবেছি আঁকা থাকতো শুধুই আমার কায়া

অথচ সেখানে ছিলো না আমার এক বিন্দু ও ছায়া |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.