![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা না হয় মনেই রাখি
কিছুটা না হয় গেলাম ই ভুলে
চেনা মানুষের দেওয়া আঘাত গুলো সঙ্গোপনে শোক রুপে তুলে,
কিছুটা না হয় নির্লিপ্ততা প্রকাশ ই পেল
গোপন কোন ব্যাথা ভুলে |
কিছুটা শর্ত না হয় এড়িয়েই থাকি অদৃশ্য বাঁধন খুলে
কি বা আসে, না হয় দূরত্ব টা আর একটু গেল ই বেড়ে |
কিছুটা সময় না হয় চৌকাঠ ধরে হতবাক, প্রস্থানের দেখা সে পাক;
কিছুটা না হয় নিজের সাথে রক্তহ্ময়ী লড়াই করে
পরাধীন মন তার থেকে দূরে থাক |
কিছুটা শব্দ না হয় অব্যক্ত রেখে
খাতার পাতায় অবুঝ কবিতায় শোভা পাক,
কিছুটা না হয় গল্প অলিখিত ই থাক.....
©somewhere in net ltd.