![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি চলে যেতে চাও যেতে পারো
পথ আগলে তো দাড়াই নি,
আঘাত হয়তো ঠিক ই পেয়েছি
কষ্ট গুলো তোমায় জানায়নি |
যত দূরে যেতে চাও যেতে পারো
নির্দ্বিধায় ছিড়ে সম্পর্ক গুলো,
অবহেলার কাটা ছেড়া দাগ সব না হয় আমার ই হলো,
যদি চলে যেতে চাও যেতে পারো ||
ম্লান জ্যোত্স্নায় হয়তো কখনো পরে
নিজের সাথে মিলিয়ে
ভাবতে পারো কেন ই বা পিছু ডাকি নি সেদিন,
অনুভূতি গুলো এখনো হিতাকাক্ষী
আপস করেছি নিয়তির সাথে
পিছু ডেকে তাই অমঙ্গল তোমার বাড়াইনি,
জেনো ভালোবাসা টা তখনো কিন্তু ফুরাইনি |
যত দূরে যেতে চাও যেতে পারো
একবার পিছন না ফিরেও,
দিয়েছি তোমায় স্বাধীনতা
ভালোবাসার দোহায় দিয়ে শেকলে জড়াইনি,
যদি চলে যেতে চাও যেতে পারো ||
©somewhere in net ltd.