![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্মৃতি জুড়ে শুধুই বরষার আনাগোনা,
আষাঢ়ে গল্প ভেবে এটা কিন্তু হেসে উড়িয়ে দিয়োনা |
তোমার উঠানের শুকনো ধূলি আমার উঠানে থক থকে কাঁদা হয়ে আজো থাকে,
আলপনা এঁকে তোমার স্পর্শ গুলো জীবন্ত হ্মতচিহ্ন করে তুলে রাখে |
বিরহে পুড়ে অভিমানী চোখ সারাবেলা খোঁজেছে সেই তোমাকে ই !
যারা তোমার চির অধিনস্ত ছিলো অন্যভূবনের কোন অচেনা মায়ার ডাকে |
তোমার দেওয়া অনলে পুড়েই এই জগত্ সংসারে
কত হাহাকার ছুঁয়ে গেছে আমায়
নিঃসঙ্গ সব অলস দুপুরে,
আধারে হারিয়ে পড়ন্ত বিকেলের শেষ সূর্যের আভা
অলহ্ম্যে নেমে এসেছে কত অসহনীয় রোরুদ্র্যমান জ্যোত্স্না,
তুমি কি একবার ও তার রেখেছো খোঁজ
না এ সব জেনেও তোমার অজানা ?
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
সজিব তৌহিদ বলেছেন: তোমার উঠানের শুকনো ধূলি আমার উঠানে থক থকে কাঁদা হয়ে আজো থাকে,
ভালো লাগলো.. ধন্যবাদ।