![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো দিনের শেষে
সূর্য টা যখন পড়েছে ঢলে একটু একটু করে
পাখিরা ব্যস্ত পাখায় ফিরে গেছে নীড়ে
আমি তখন প্রাণহীন চোখে এঁকেছি বিষাদের ছবি
টুকরো টুকরো খন্ড চিত্র এক করে |
এইতো এমন ই করে শেষ হচ্ছে আমার প্রতিটা দিন,
বাকিটা রাত জুড়ে বিষাদের দেওয়া অনিদ্রাতে হচ্ছি ইচ্ছে বিলীন |
আত্ম অভিমানের শিকড় গভীরে গেছে যে কত,
এমন ই করে হেঁটে যাব হয়তো বাকিটা পথ জীবনে অতিক্রম করার আছে যত |
এই তো স্বপ্নহীন বেঁচে আছি ঘোরের মাঝে
১০৪ডিগ্রি ফারেনহাইট স্থির পারদ স্তম্ভে
একটুও ভুল না বোকে,
অজান্তেও বুক থেকে আসতে দেইনি চেপে রাখা দীর্ঘঃশ্বাস তোমার কথা নিয়ে মুখে |
এইতো আছি ঠিক এমন করে ই
আত্ম অহমিকা ধরে,
মরে নয় বেঁচেও মরে |
©somewhere in net ltd.