![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু মনে রেখো যদি যাও দূরে চলে
রোজ না হোক, স্মৃতির উপরের ধূলিগুলি বছরে একবার অন্তত সরিয়ে
অথবা এক যুগ পরে সেই পুরনো তুমি যদি কেমন আছি জানতে চেয়ে ছটফট করে |
তবু মনে রেখো....
যদি দেও সেদিন এক বিন্দু জল শ্রান্ত চোখের কোণ থেকে
সাগর টা ই দিয়ে দেব সে জলের দামে,
যদি সে হাত আর একটি বার ধরতে ইচ্ছে জাগে
পুরানো বই এর মলাটে অজান্তে ই মন স্পর্শ খোঁজে
এক লহ্ম আলোক বর্ষ দূর থেকেও সেদিন বাড়াবো হাত তোমার সে হাতের খোঁজে |
সাজিয়ে না রাখো ফুলদানিতে
মনের শো-কেস্ এর পরে,
লুকিয়েই রেখো অন্ধকার কোনে;
করজোড়ে আবেদন তবু মনে রেখো..
আলাদা করে না হয়, একশো একটা স্মৃতির ভেতর একটি করে
তবু মনে রেখো.....
©somewhere in net ltd.