![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুচ্ছ শুয়োপাকা থেকে প্রজাপতি হয়ে আজো খুঁজে ফিরি শিশিরে ভেজা ঘাস,
ভাবি তোমার আলতো পায়ের চিহ্ন গুলি সেখানে হয়তো পড়েছে আজ |
নীড় হারা পাখির ডানায়
তোমার ছোঁয়া পেতে
হারিয়েছি নীড় আমি সহস্র বার এ জন্মেতে |
জল থেকে উঠে আসা একটু ধোঁয়ায়
তোমার দেখা পাবার আশায় ঝাঁপ দিয়েছি কত বার যে অতল কুয়ায়,
কতবার যে মরিচিকা দেখে প্রতারিত হয়েছি আরব গোবি থর সাহারায়,
কতবার যে হৃদয়ের রক্তজমা রেখেছি পাপড়ির ভাঁজে
যদি তোমার দৃষ্টি কখনো সুন্দর খোঁজে,
অসহনীয় প্রতিহ্মায় কেঁটেছে কত যে ব্যগ্র প্রহর বৃন্ত থেকে বিচ্ছিন্ন হবার আগে |
কম্পিত হাতে একটি মাত্র শব্দ নিয়ে সীমাহীন সঙ্কচে
আমার কত যে কৈশোর থেকে যৌবন কেঁটেছে নিঃসঙ্গতার সাথে,
তবু আমার প্রতিটা জন্ম আজো জীবন ফুঁড়ে
তোমাকে দেখার ইচ্ছে নিয়ে এই মর্তে আসে |
©somewhere in net ltd.