![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন ঝরে যায় শুকনো পাতার মত
শীতের কুয়াশা ঘেরা কোন রহস্যময় অস্পষ্ট নিয়তির দেশে,
কিছু গ্রীষ্ম কিছু বর্ষা
শরত্ অথবা বসন্তের পর্যায়মান চক্র শেষে |
পশ্চিম আকাশের সন্ধ্যাতারা একসময় পরিনত হয় পূর্বের শুকতারায়,
অমাবস্যা নিখাদ জ্যোত্স্নায়;
সুখ আপন হয়ে উঠে মিটিয়ে হ্মণকালের শোকের দায়,
বুকের রক্তহ্মরণ বন্ধ হয় অজান্তেই পাথর চাপায় |
©somewhere in net ltd.