![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবী একদিন নাকি ধ্বংশ হবে,
শরীর ঘিরে যখন জাগবে হ্মুধা
মন হারিয়ে দেহের কাছেই চাইবে সুধা,
এই অভিসার সব ডোবারে
বাড়তে থাকা পাপের বোঝা সব ছাড়ারে,
দাঁত বসাবে ঘৃণা;
এই পৃথিবী সেদিন নাকি ধ্বংশ হবে |
জাগবে যেদিন রক্ত নেশা,
স্বপ্ন যাবে হ্ময়ে, নিঃশ্বাস বিষাক্ত হিংসা ঘেষা;
অস্ত্র বিদ্যা ই শুধু শেখানো হবে
ওটা চালানো ই যেদিন হবে একমাত্র পেশা
এই পৃথিবী সেদিন নাকি তলিয়ে যাবে, মহাকাশের অতল তলে;
জাগবে তারও প্রলয় নেশা |
মনের ওমে মন ডোবাতে
তখন যদি কেউ এগিয়ে আসে,
না বলা কথার মাঝে খেই হারিয়ে
নিজের মত ই সাজিয়ে নিয়ে
আনমনেতেই ঘুমের মাঝে একটু হাসে,
যুগল চোখের জলের ভাষায় প্রিয়ার জন্য যদি কাব্য আসে,
শেষ বিকালে হঠাত্ ই কোন উদাসী চোখের কাজল ভাসে,
তখনো কি ভালোবাসা রবে ?
এ পৃথিবী ধ্বংশ হবে ?
কারো কি সাধ্য আছে ভালোবাসা এড়িয়ে যাবে,
ধ্রুব সত্য কি কখনো কালের স্রোতে হারিয়ে যাবে ?
এ পূথিবী কি তার উদ্ধে রবে ?
তারপর ও সে কি ধ্বংশ হবে ?
©somewhere in net ltd.