নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

তারপর ও কি !

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৮

এই পৃথিবী একদিন নাকি ধ্বংশ হবে,

শরীর ঘিরে যখন জাগবে হ্মুধা

মন হারিয়ে দেহের কাছেই চাইবে সুধা,

এই অভিসার সব ডোবারে

বাড়তে থাকা পাপের বোঝা সব ছাড়ারে,

দাঁত বসাবে ঘৃণা;

এই পৃথিবী সেদিন নাকি ধ্বংশ হবে |

জাগবে যেদিন রক্ত নেশা,

স্বপ্ন যাবে হ্ময়ে, নিঃশ্বাস বিষাক্ত হিংসা ঘেষা;

অস্ত্র বিদ্যা ই শুধু শেখানো হবে

ওটা চালানো ই যেদিন হবে একমাত্র পেশা

এই পৃথিবী সেদিন নাকি তলিয়ে যাবে, মহাকাশের অতল তলে;

জাগবে তারও প্রলয় নেশা |

মনের ওমে মন ডোবাতে

তখন যদি কেউ এগিয়ে আসে,

না বলা কথার মাঝে খেই হারিয়ে

নিজের মত ই সাজিয়ে নিয়ে

আনমনেতেই ঘুমের মাঝে একটু হাসে,

যুগল চোখের জলের ভাষায় প্রিয়ার জন্য যদি কাব্য আসে,

শেষ বিকালে হঠাত্‍ ই কোন উদাসী চোখের কাজল ভাসে,

তখনো কি ভালোবাসা রবে ?

এ পৃথিবী ধ্বংশ হবে ?



কারো কি সাধ্য আছে ভালোবাসা এড়িয়ে যাবে,

ধ্রুব সত্য কি কখনো কালের স্রোতে হারিয়ে যাবে ?

এ পূথিবী কি তার উদ্ধে রবে ?

তারপর ও সে কি ধ্বংশ হবে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.