![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কথা বলার ছিলো
যে কথাটা অন্য সবার জানাই ছিলো
মুচকি হাসি দেখার ভয়ে লজ্জা পেয়ে পালিয়ে ছিলো
যে কথাটা সকল কাজে প্রেরনা ছিলো
একটা কথা বলার ছিলো |
একটা কথা চোখের ভাষায় পড়া ই যেত
যে কথাটা খুব সহজে বলা ই যেত
যে কথা টা ঠোঁটের ফাঁকে কথার মাঝে আটকে যেত
একটা কথা বলার ছিলো |
একটা কথা অহর নিশি কাঁদিয়ে গেল
অষ্ট প্রহর জ্বালিয়ে গেল
তোমার সাথে ই সে কথাটা হারিয়ে গেল
একটা কথা বলার ছিলো |
©somewhere in net ltd.