নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও পথে যেও না, ওখানে পাবে না তাকে
নদী যে পথ বদলায় প্রত্যহ বাঁকে
জীবন কে নদী বলো তুমি,
তোমার আমার দূরত্ব টা তাহলে কি আর আজো সমান্তরাল থাকে ?
তার মাঝেও তো বালির চরা জাগে |
ও ভাবে খুঁজো না স্মৃতি
স্রোত আর সময়ে হ্ময়ে যায় পাথরে লেখা চিঠি,
আগ্রাসী প্রলয়ের শেষেও মাথা তুলে দাড়ায় সমূলে উত্পাঠিত অরণ্য বীথি |
ও পথে যেও না, ওখানে পাবে না তাকে
তাত্হ্মণিক দু-এক ফোঁটা জলে
ওভাবে দিতে এসো না প্রতিদান ভনিতার ছলে |
©somewhere in net ltd.