নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য -২

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২০

১.

ছিলে অল্প কিছুহ্মণ আড়ালে

কি ভাবে বলো ব্যবধান টা বাড়ালে,

এক বিন্দু শিশির ছিলো যে পাতায় সামান্য বিচ্ছেদে

কিভাবে তা তুমি হারালে !



২.

যখন তুমি বুঝতে পারো না

তখন ই পাই হাসি,

জানি সব না বোঝার মাঝে

লুকিয়ে থাকা কথাটা যে ভালোবাসি



৩.

দেখবে তুমি রাতের আঁধার

দেখবে না তো তারা,

খুঁজবে তুমি যত ই আমায়

হবে দিশেহারা



৪.

তোমার দেখানো স্বপ্নরথে

হারিয়েছি পথ আমি

দিবালোকে ও চেনা পথে



৫.

আমার কত দিন ফুরালো

রাত ফুরালো

সন্ধ্যা হল বেখেয়ালে চুরি,

আনমনে তে সঙ্গপনে

কে ফোঁটাল শাপলা কুঁড়ি



৬.

পারি না কিছু যে মেলে না ছন্দ

কে আছো বন্ধু হবে

আমি পাঠ করতে এসেছি শুধুই সন্ধির মন্ত্র



৭.

শর্তবিহীন এ হাতে রাখো হাত

হ্মমা কর হ্মমা কর

অমার্জনীয় সব অপরাধ



৮.

আজো খুঁজে ফিরি অচেনা কোন মুখ

যার চোখের মাঝে লুকিয়ে আছে

হারানো কোন সুখ

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

গগণজয় বলেছেন: ভাল।

২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ২য় ভালো লাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.