নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

যখন আমি ওষ্ঠ বাড়ালাম

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

পাহাড় ওষ্ঠ বাড়িয়েই ছিল আকাশ কে চুম্বনের জন্য,

ঘাসেরা শিশির জন্য,

পুকুরের দক্ষিণ ধারের আম গাছ টা পর্যন্ত

এগিয়ে দিয়েছিল জলের দিকে চুম্বন প্রত্যাশী বাহু,

জলে ছায়ার চুম্বন রেখে এগিয়ে যায় যেমন নৌকার গুলই বৈঠায় শব্দ তুলে

স্কুল পড়ুয়া ছাত্র টি তেমনি ফিরে এলো কাঁধে মেয়েটির ওষ্ঠের চিহ্ন নিয়ে,

পাশের ফ্লাটের অসামাজিক ব্যাংকার টি পর্যন্ত ফিরে এলো অফিস থেকে নিয়ে একরাশ চুম্বন,

সিনেমায় আলো আঁধারিতে যুবকটি ঘেঁটে গেল মেয়েটির ঠোঁট;

পার মাতাল লোকটি ল্যাম্পপোস্টের আলোতেই পতিতাকে চুম্বন করলো-

কোন প্রতিরোধ এলো না,

কেউ কিছু বললো না যেন এটা খুব স্বাভাবিক একটা দৃশ্য।



অথচ যখন আমি ওষ্ঠ বাড়ালাম

কোন ওষ্ঠ এলো না,

আমি যে বিকেল কে বেছে নিয়েছিলাম একটি চুম্বনের জন্য

সে ও অন্ধকার কে চুম্বন করে সূর্যটা পকেটে পুরে চলে গেছে সন্ধ্যায়।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন +

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩

বাংলার পাই বলেছেন: বাহ! চমৎকার।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

কলমের কালি শেষ বলেছেন: সে ও অন্ধকার কে চুম্বন করে সূর্যটা পকেটে পুরে চলে গেছে সন্ধ্যায় ।

লাইনটা বেশী জোশ ।

কবিতায় ভাললাগা রইল ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: অসাধারণ চমকপ্রদ কবিতাখানি। বেশ ভালো লাগলো।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আমি যে বিকেল কে বেছে নিয়েছিলাম একটি চুম্বনের জন্য
সে ও অন্ধকার কে চুম্বন করে সূর্যটা পকেটে পুরে চলে গেছে সন্ধ্যায়।





jossssssssssss..........!!!!

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

লিখে বলেছেন: শেষ লাইনটা এই অসাধারণ লেখাটাকে classic বানায়ে দিলো। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.