![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭।
দূরত্ব আসলে ছিল ই না,
চাইলেই ধরা যেত
তবু তুমি হাতের ভেতর থেকে চলে গেলে একটা দীর্ঘশ্বাসের ছাঁয়া বেড়ে উঠে
প্রতারক ভাললাগা গুলো তোমাকে ছুঁয়ে বেড়াতে যায় একঘেষে দুপুর ছেড়ে বিকালের বিষাদে
আর ঝুপ করে অন্ধকার টা নেমে পড়ে কোন ঘন্টা না বাজিয়েই !
৮।
আমার তো এ ঝলমলে শহর দেখে ঈর্ষা হয়
রোদ পড়ে এলে বিকেলের লাল রং এ ঈর্ষা হয়
তোমার কাঁধে সহকর্মীর থুতনীর ছায়া দেখে ঈর্ষা হয়
তোমাকে কে কখন ছোঁয় ভেবে ঈর্ষা হয়
এই রোদ, এই শহর, তোমাকে জড়িয়ে থাকা ঐ একশ পার্সেন্ট কটোনের শার্ট- আমার ঈর্ষা হয়, বড় ঈর্ষা হয়।
৯।
রাতের ক্লান্তি চোখে নিয়ে আসে যে রাখাল
অরণ্যে তার প্রতিদিনকার অবাধ চারণ,
তবু অরণ্য অরণ্য ই, হরিণের চোখে এঁকে রাখা তার মায়াবী মরণ কখনো সে রাখাল দেখে না।
অরণ্য টেনে দেয় রাখালের চোখে ঘুম ডাকা পাতার ছায়া
বিগত রাত্রির ক্লান্তি মোছে দু হাতে
মুছে দেয় পথের বিরাগ,
সেও জানে রাখাল ঘুম থেকে উঠে পাতা ছিঁড়ে চলে যাবে
খুঁচিয়ে যাবে বাকলের গা
তার বাহুগুলো জ্বেলে শীত রাত্রিতে উষ্ণতা চাবে,
অরণ্য অরণ্য ই, রাখালের কাছে এর বেশিকিছু না ।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো !