![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে মেঘ নেই
জানালায় ছায়া নেই
বুকে ভৈরবী,
পারানির নায়ে বিসর্জন বাজিয়ে
যায় নাকছাবি;
লাঙ্গল টেনে যায় চাষা-
ক্রান্তিয় রোদে জ্বলা দেহ,
হাওয়া বয়, হাওয়া পড়ে আসে, ভিজে ওঠে জন্মের নাভি
মোষের দেহ চকচক করে নক্ষত্র অবধি।
আজ বৃষ্টি হোক, আজ জল জমুক মাঠে,
বজরার তলা ঠেকে গেছে ঘাসে,
নর্তকীর নির্ভূল মুদ্রায় নেচে যাক বর্ষা
ভিজে যাক গলুই গুটিয়ে ত্রিপল,
জ্বলে উঠুক দাওয়ার হ্যাজাক,
জমে যাক চার গাঁয়ের লোক
আজ সার্কাস হোক,
গীত ধরুক বনবাসী রূপভান
মাদল বাজিয়ে যাক একটানা ডোমের ছেলে
বাঁশিতে পড়ুক হৃদয়ের টান
বসে যাক বায়স্কোপে একে একে সব আয়োজন
গেয়ে যাক মাধব চিরায়েত প্রত্নযুগের রেখে যাওয়া গান,
আজ নাইয়োর গেছে পরাণের বৌ
ঘরে একলা জোয়ান,
"মাথা খাও, সুখে থেকো"
এসব ই গাঙের জলে বলে যাওয়া
এক নাকছাবির অভিমান।
©somewhere in net ltd.