নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ২২

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৫

১।
ভেঙে যাচ্ছে সম্পর্ক
আর ক্ষয়ে যাচ্ছে প্রেম,
বেড়ে যাচ্ছে দেয়ালে
স্মৃতি বাঁধানো ফ্রেম।


২।
মানুষ নই মানুষের মত মুখ,
ভেতরে অমানবিক অসুখ।


৩।
প্রার্থনায় নেই তুমি এক যুগ
তবু বুকের মাটি খাঁমচে ধরে আছো,
এক ছটাক জলের ভেতর জিয়ে রাখা মাছের মত
ফাঁটল গলে চুইয়ে নামা রক্ত শুষে বাঁচো।


৪।
তোমাকে দেখলেই বোবা থেকে স্ববাক হয়ে উঠি
জল দেখলেই যেমন চকচক করে রোদে নেতিয়ে যাওয়া পাতা,
সনাতনী বৃক্ষ স্বভাব-
সহজে যায় না আবেগ গুলো ঢেকেঢুকে রাখা।


৫।
চারদিকে জটিলতা মুখোশের আনাগোনা
এতো ক্ষোভ এতো রাগ লাগে,
মুখোশ খুঁজতে গেলে মেলেনা মুখের মাপে!


৬।
বার বার আসো যাও তাচ্ছিল্য যা দেখাও
ভাবো জিতে গেলে- পদধূলী দিয়ে দেখালে ভিখেরীকে মহত্ব দয়া,
এতো সাধু নই, দরজা খুলে রেখেছি যে ঘরের তা কাছাড়ি ই,
অন্দর খুলে রাখিনি কখনোই।


৭।
আত্মায় আত্মায় সম্পর্ক হলে আত্মীয়তা হয়।
তোমার আমার কিসের সম্পর্ক? না দেহের, না আত্মা র, কোন টা ই নয়!


৮।
আর অলিখিত রাখা যাচ্ছে না
এসো লিখে ফেলি সংবিধান দুজনে দস্তখত দিয়ে
যদি আরো কিছু দিন টেকে
যদি ভাঙনের হার কমে- লোকচক্ষু ভয়ে।




মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৩

নাবিক সিনবাদ বলেছেন: সবগুলাতে পিলাচ :)

২| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

কানিজ রিনা বলেছেন: আত্ব্যার ঘুঘুপাখিরাই ফাটলের রক্তশুসে খায়। ওই
একই কথা সে অভিশাফ মহান আত্ব্যার।

৩| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৪| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.