![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বুড়ি চাঁদ খলখলিয়ে হেসে যায় বিলের টলটলে জলে
তারপর স্তরে স্তরে ভেঙে পড়ে জ্যোত্স্না
পড়ে থাকে অমাবশ্যার বন্ধ্যা রাত আমাদের মাঝে,
আসে না দোলপূর্ণিমা
ভেঙ্গে যায় দু খন্ডে মোঙ্গলীয়ার তৃণভূমি খান দের প্রাচীলে
তোমার আমার মাঝে থেকে যায় শুধুই তিমির রাত।
তবু জলের আঘাত মুছে দেয় ভাঙ্গনের চিহ্ন
এঁকেবেঁকে এঁকে রাখে নদী,
ঝরা পাতা সাজায় খেজুরের গা
শীতের চেঁচে রাখা রসের ক্ষতয় এঁকে রাখে শৈল্পিক কুমারী কোমর,
বুকের ক্ষত পথ্যে শুকোয় না।
©somewhere in net ltd.