নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝরে যাবার জন্য এ জীবন
মৃত্যু সৌরভ ছড়িয়ে যেমন ঝরে পড়ে ভোরের বকুল
অথবা শিউলী- যে লাল হয়েও শুভ্র পাপড়ি মৃত্যুর জন্য ভোর রাতে খোলে,
মৃত্যুই শেষ কথা
সব ইচ্ছারা যেমন মরে,
মরার জন্য ই তো নক্ষত্রের সারা রাত জ্বলে থাকা
সব শুরু মৃত্যুর কথা বলে।
মরার জন্য ই তো রোজ ছাদের কিনারে দাঁড়াই
ভাবি পাখি হয়ে দেখি বাঁচি কিনা মরি,
অসম্ভব এইসব কল্পনা..
মরার জন্য ই তো বুকের অন্দর খুলে
ভালবাসা চাষ করে গেছি মন জমি জুড়ে,
মরার জন্য ই তো এইসব পাগলামী,
এসো মরি দু'জন দু'জনার আগুনে পুড়ে।
©somewhere in net ltd.