![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
আগে নির্মিত হও, তুমি তো এখনো এক দলা কাঁদাই,
চলন্ত চাকায় নেচে নেচে ফনা তোলে যে সাপ
ছোঁবলে তা নিজেই ভাঙে..
আগে নির্মিত হও, আগে পুড়ে এসো আগুনের আঁচে।
২।
স্মৃতির খড় জ্বেলে শীত রাত জাগি,
দেশে আইন নাকি আছে আছে সরকারের লোক
অথচ আমাকে রুখতে আসে না কেউ,
এতো যে ধ্বংস-দহনলীলা এ শহরের ই মাঝে
তবু আসে না দমকলের লোক
আসে না যে রুখতে পারে সেও!
৩।
আজ একটা কবিতা লেখা বড় কঠিন
আজ শব্দে শব্দে বোবা বিরোধ মানুষের এই স্বরব জনপদে
গাঢ় এক নীরবতা মিশে গেছে আজ সব কোলাহলে..
৪।
একদিন নিজেকে ছুটি দিয়ে দেব
একদিন হয়ে যাব বাউন্ডুলে,
একদিন ঘর ছেড়ে পৃথিবীকে বানাবো অভয়আশ্রম
একদিন আইন কানুন ছুঁড়ে ফেলে দেব ডাস্টবিনে;
একদিন টাই খুলে অফিস পালাবো,
একদিন খুব বৃষ্টিতে তোমার হাত ধরে উদ্দেশ্যহীন বাসের অপেক্ষায় ছাতাহীন দাঁড়াবো।
৫।
চোখে তোমার সাগর তাতে তৃষ্ণা দ্বীপের ছায়া,
সাঁতরে পেলাম মুঠোর ভেতর ধূ ধূ বালি শুন্যলোকের মায়া,
বীজ বুনে যাই মরুর ভেতর- নির্বাসিত জীবন,
এইতো আমি ভাল ই আছি- আগলে ধরে বসত, ভিটা, স্বপ্ন সাধের উঠোন..
৬।
তুমি যদি ডাকো সেদিন ঠিক ই যাবো
ধ্বংসযজ্ঞ থেকে সেদিন দাঁড়াবো,
দাঁত জিভ ঠোঁটের ব্যবহারে যেসব ক্ষত
যেসব ডানায় পালক ছাড়ানো
যেসব জঙ্গল আকাক্ষায় উজাড়
সেখানে পুনর্বার কুমারী অরণ্য সৃজনে জীবন দেখাবো।
৭।
একদিন বীজ বুনেছিলে মরুসম বুকে
সকলে হেসে বলেছিল জল বিনে কি গাছ বাড়ে
তবু দেখো এখন সেখানে কাঁটা ঝোঁপ-লাল রং ফুল,
প্রেম কাঁটা ভরা ক্যাকটাস- মরে না জলের অভাবে।
৮।
সাঁঝের বেলা কমলা রং এ বিশ্ব যখন লজ্জা অবনত
সন্ধ্যা প্রদীপ জ্বালতে কেউ এসো
রাত গুলো বড় হিংস্র নেকড়ের মত-
হঠাত্ ই হামলে পড়ে উঠোন থেকে দাওয়ায়,
আঁচড় কাঁটে কপাট আঁটা মনের ঘরের হাওয়ায়...
৯।
মাঝরাতে র্নিঘুম পদচারণায় মেঝের পাথুরে পরত এর নিদ্রা ছুটে যায়
ব্যাথায় টনটন করে উঠে চেয়ারের সেগুন পিঠ,
যে ডাক, যে করাঘাতের অপেক্ষায় রাত দুপুর হয়
সেখানে নৈঃশব্দের আবাদ
লুকানো পেছনের পুরনো কিছু দীর্ঘশ্বাস..
১০।
মনের ভেতর যেখানে অন্ধকার
সেখান টা খুব দাহ্য
সেখানে জ্বালা যায় না কোন আলো,
জ্বালতে গেলে জ্বলে উঠে দপ করে
হয়ে যায় আরো অন্ধকার কালো।
১১।
স্বপ্ন দেখা নষ্ট মানুষও ভুল বশত স্বপ্ন দেখে
আবার কোন বাঁচার কথা, ফেরার কথা কেউ বলবে এসে
আঁলতো ডাকে ফিরিয়ে নেবে স্বপ্ন ভাঙার আগে মুহূর্তে;
স্বপ্নে ফেরার স্বপ্ন থাকে সব মানুষে।
১২।
এক শীতের পর নতুন মেঘে বৃষ্টি হবে
রিক্ত ডালে চড়বে পাতা এলোমেলো মাতাল হাওয়া,
শীতল মাটির ঘুমন্ত বীজ এদিক ওদিক দু দিক বেড়ে চিনে নেবে আলো আঁধার
মৃত্যু থেকে শুষে নেবে জীবন সুধা,
সেদিন আমি এ খুলির টবে শিকড় রেখে চোখে মুখে ফুল ফোঁটাবো,
এক শীতের পর পারলে আমায় দেখতে এসো
দু ফোঁটা জল বিলিয়ে যেয়ো
সেদিনও হয়তো খুলির ভেতর নবীন চারায় ভীষণ খরা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
এন ইসলাম রনি বলেছেন: ধন্যবাদ। এগুলো আসলে অনেক দিন এর পুরনো কিছু এলোমেলো লেখা, এরা না হয় এককোণে একসাথেই থাকুক।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
মেজদা বলেছেন: প্রতিদিন ৩টা করে দিলে ভাল হতো। পড়ে আনন্দ পেলাম। ধন্যবাদ