নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
শব্দের স্তব্ধতা নেমে এলে মাঝে শুধু সমুদ্র জেগে থাকে,
ঢেউ তোলে সবুজ
অবাঞ্চিত হলুদ পাতা ঝরে পড়ে।
২।
জীবন বেয়ে নামছি শুধু নিচে,
নিচে আমার শেকড় গাঁথা এই নষ্ট শহরের পিচে।
৩।
অসময়ে দুঃখের ভীষণ রাতে
যখন পাখিরাও পাখায় শব্দ তোলে না তখন
গান শুনি ভেসে আসে, দেখি পথ হাঁটে অচেনা ভবঘুরে!
৪।
মনের খাঁচায় এক টুকরো আকাশ লুকিয়ে রাখা
সহজে সে রং বদলে ফেলে,
সেখানে এই রোদ এই বর্ষা
হঠাত্ ই চোখ বেয়ে জল পড়ে !
৫।
জলের উপর বসত ভিটা- ছই লাগানো নাওয়ে,
ভেসে যাচ্ছি খাল পেরিয়ে ভীষণ গাঙে
সাগর বুকে বিলীন হবার টানে।
৬।
নিঝুম দুপুর বেলা যদি পাতা ভাঙার শব্দ এসে পড়ে
চমকে উঠি হঠাত্- যদিও আমি অন্য পৃথিবীতে, একলা চরাচরে....
৭।
জীবনের সাথে সদ্ভাব নেই
মরণের সাথেও বৈরীতা,
যার সাথে সখ্য ছিল তার সাথে এখন শত্রুতা !
৮।
চলে গেছি তবু ফিরে এলাম
তবে পুরোটা নয়,
একবার চলে গেলে আর কি সবটা ফেরা যায়?!
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: বেশ ভাল লাগল।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
আরণ্যক রাখাল বলেছেন: কয়েকটা ভাল লেগেছে
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
অগ্নি কল্লোল বলেছেন: ভাল লাগলো।