নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্ত হয়ে বসতে বলো তুমি
তোমার চোখে শান্ত সরোবর,
ঝর্ণা তুমি ধরে রাখতে চাও হ্রদে
জেনেও নদীর সাগরে ঘর।
দূর আকাশের পাখি
শান্ত হয়ে বসবে কত কাল?
ফুল ফুরোলেই ঝরবে পাতা
ফাঁকা হবে মুগ্ধ বনান্তর।
আকাশ নামে বৃষ্টি হয়ে
চার দিক সমস্ত দুনিয়া নিয়ে
তবুও তুমি জল ধরেছো চোখে আকাশ না সরোবর নাম দেব কি ভাবছি আমি তাকে
এক তোমার জন্য সাগর ঝিনুকে মুক্ত হয়ে থাকি
তবেই মুগ্ধ সরোবার মুগ্ধ সরোবরের পাখি।
শান্ত হয়ে বসছি তবে এবার
এই নাও ফেলে দিলাম অদৃশ্য দুটি ডানা
সেদিয়ে দিলাম শেকড়।
এবার তুমি কয়েদ করো খাঁচায়
এই নাও কয়েদি দিলাম
তোমার সাধের কয়েদখানায়।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: উৎসাহ