নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ২৪

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

১।
এইবার চলে যাব এখান থেকে
দুঃস্বপ্ন পূরনের শোকে
এখানে দুর্বোধ্য কবিতার মত
ঝুল বারান্দায় বিষন্ন ফুল ফোটে।


২।
নৌক ভেড়াও সরিয়ে নাও কচুরির মেঘদল
আমার একটা আকাশ ধরা পুকুর আছে নদীর ভেতর।
নৌক ভেড়াও.....


৩।
উজানের মাঝি এই ব্যথিত বিরান দ্যাশে আইছো ক্যানে নাও ডারে লয়ে?
এই দ্যাশে কে আছে?
-কেউ নেই, কোন সুখপাখি নেই পোড়া দেওড়ীতে পড়ে।



৪।
দু পাড় কংক্রিটে বেঁধে তৈরী করি নর্দমা
বাধ দিয়ে সৃজন করি পুকুর
স্বাধীনতা তার কেড়েছি এভাবে,
নদী কি মানুষের মত
ও কি আর অভিশাপ দিতে জানে?


৫।
চাঁদের চার পাশের আকাশ টা ছেঁড়া ছেঁড়া মেঘে ঢাকা
যেমন নতুন চরের উপর পানি নামা ঢেউ এর চিহ্ন এঁকেবেঁকে আঁকা!


৬।
নিখোঁজ তুমি মনের পাখি,
কোন বনে, কোথায় তোমায় পাই?
এদিকে ভীষণ খরা ভীষণ একা জলাশয়;
শ্যাওলা জমা পিচ্ছিল ঘাট, সবুজ পুকুর,
একটা পদ্ম নাই !


৭।
পাহারের অন্তর্গত হাহাকারে
ফুঁপিয়ে উঠে নদী
জেগে উঠে শাশ্বত মৃত্তিকা
জল চেরা চরে জড়ো হয় নীড়ের
ঠিকানা।


৮।
অতীত চিঠি লেখে রাতে দুপুরের আঁচে-
উদাসী হাওয়া ছুঁয়ে গেলে চুল
সাঁঝের উঠোনে শিরিষের ছায়া মাঝে।




মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর :) ভাল লাগল।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.