নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোকিল ডেকে যায় নিশিতে
বেলা দৌড়ে যাওয়া ছায়ায়
দেবতার রাজহাঁস পালকে স্বর্গের জল মেখে
নেমে আসে বায়ু বলয়ের পরিবর্তনের হাওয়ায়
তবুও জীবন ঝরা পালকের মত এইখানে-
কারো শিমুলের উঁচুতে ফুল হয়ে ফোঁটে
কারো বা নিচের ক্ষত ভরা কাঁটা ই।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
মুসাফির নামা বলেছেন: ভাই,চমৎকার। শুভেচ্ছ।