নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ২৫

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

১।
কেউ আসেনা মনের ঘরের দাওয়ায়,
দরজা গুলো নাড়ায় শুধু পথভুলো হাওয়ায়।


২।
ভাঙা ডানায় আর কতটা যাবি
খাঁচা পালানো খাঁচায় পালা পাখি?


৩।
ভাঙছি তো এক নির্মিত হব বলেই
পাথর ভেঙেই নদী মোহনায় বালি দ্বীপ আঁকে।


৪।
বিরাণ ধূ ধূ চরের জঠরে সবুজ বেড়ে উঠে
মন্ত্রবীজ আসে স্রোতের নৌকায় জলে ভেসে ভেসে।


৫।
বুকের ভেতর হুলুস্থুল নদী উপচে পড়ে চোখে
ভয় টা আমার এক তোমার সম্মুখে।


৬।
কিছুই পারিনি, ভবিষ্যতেও পারব না তা তো নয়,
অচল লোহা ই আগুন ও আঘাতে শাণিত তলোয়ারী হয়।


৭।
জীবন যেখানে বহু রঙে ভাঙে
দাঁড়ায়ে সেখানে মৃত্যুর রং চেয়ে দেখি বিস্মিত শিহরনে।


৮।
যে তারা রা জ্বলে আছে প্রতিসরিত আলোয় বাতাসে কেঁপে কেঁপে
সে তারাদের মাঝে হারিয়েছি-
গুনতে গুনতে নক্ষত্ররাজি...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

মৃদুল শ্রাবন বলেছেন: বাহ্‌ খুব সুন্দর অনুকাব্য।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

অগ্নি কল্লোল বলেছেন: সুন্দর!!

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:


সুন্দর।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

জনৈক অচম ভুত বলেছেন: ভালই তো।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

আরণ্যক রাখাল বলেছেন: দুই একটা ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.