নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অ-কবিতার স্তুপ থেকে-৬

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

১।
কোথাও যাব না, যেতে হবে;
হারাতে চাই তবু থেকে যাবো ধরা ছোঁয়ায়;
যা কিছু হারায় সে সব ই গচ্ছিত,
কোথাও যাব না, যাচ্ছি স্বেচ্ছায়!


২।
জানি এইসব প্রেম ক্ষণকাল দাঁড়ানো গোধূলীর মত আলোর স্বপ্ন নিয়ে অন্ধকারে মিলায়
নক্ষত্রের আকাশে নক্ষত্র হয়ে হারায়
তবুও সাঁঝের আঁধারে এসে জলের চিহ্ন নিয়ে পালকে ও ঠোঁটে
পরানের বালি হাঁস প্রত্যহ ডেকে যায়!


৩।
সব নক্ষত্র রা নিভে গেছে ছাই ও শিশিরে পৃথিবীর ঘাসে,
থেমে গেছে সব কুঞ্জন বনানী ও যমুনার তরঙ্গ মাঝে
ফিরে গেছে নীড়ে শেষ পরিযায়ী পাখি
শুন্য আকাশে এক চাতকের ডাকাডাকি।


৪।
এর আগে কখনো দেখিনি তোমায়
মায়া নদী সাঁতরে আসা ঐ ভেজা হাত খানা
পদপ্রান্তে ধবল রাঁজহাস রেখেছো যা বাহনের মত
তবুও যেন চিনেছি তোমায়
তুমি কোন আগন্তুক নও, নও অনাত্মীয়!


৫।
আগুন কোথাও ধ্বংস করে সে আগুন ই কোথাও গড়ে,
তাকে আয়ত্বে নেওয়ার অহংকারে নক্ষত্র গুলো ভেতরে জ্বলে মরে।


৬।
ভেতর এক সাগর আছে কিংবা কোন হ্রদ
চোখ বেয়ে তাই অশ্রু গড়ায়
লোনা জলেই ডুবতে থাকে সব।


৭।
সুখের যে অশ্রু সেও কি লোনা?
এমন কোন স্মৃতি নেই কেন যেখানে সুখে কান্না পায়?
যেখানে চোখ কাঁদে, অথচ আমি কিছুতেই কাঁদবো না?!!


৮।
কাগজে একটা গাছ আঁকলেই কাগজ একটা বাগান
তাতে একটা ফুল আঁকলেই এ হাত এক মালির- যে বাগানে ফুল ফোঁটালো,
তেমনি সূঁচ দিয়ে ও ফুল ফোঁটানো যায়, কাঁটা দিয়ে ও গড়া যায় বিস্তৃর্ণ স্বর্গ উদ্যান।


৯।
দিনরাত গুলো বড় একঘেয়ে
যেন গলা ডুবে আসা বালির ট্রলার চলে যাচ্ছে ভার নিয়ে ভেসে
ক্লান্ত নদী স্রোত কেটে,
যেন মাহুত বসানো বন্য স্বজনহারা হাতি
টানছে গুড়ি- ধ্বংসপ্রাপ্ত নিজের বসতি।


১০।
বদলায় চুল দাড়ি দাঁতের রঙ
কেঁপে উঠে অস্তিত্বের ভিত
নিঃশব্দে ঘাতক আসে কাঁটে পাঁজরের শিক
হৃদয় টা লুটপাট গচ্ছিত যা
লুটেরা জানে না জমা শুধু ই চব্বিশ বসন্তের ঘা।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কাগজে একটা গাছ আঁকলেই কাগজ একটা বাগান
তাতে একটা ফুল আঁকলেই এ হাত এক মালির- যে বাগানে ফুল ফোঁটালো,
তেমনি সূঁচ দিয়ে ও ফুল ফোঁটানো যায়, কাঁটা দিয়ে ও গড়া যায় বিস্তৃর্ণ স্বর্গ উদ্যান’’----------- দারুনতো --------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.