নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ২৬

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮

১।
ভেতরের আয়না টা পারদ হারায় যখন
তখন স্মৃতির সমুদ্রে রাত নামে-
মানুষগুলো হারায় এভাবে,
সে অসীম আঁধারে তবু অদৃশ্য ঢেউ ভাঙে।


২।
ভালবাসা দিয়ে বস হয়না মানুষ
বস হয় রাক্ষুসে থাবায়,
মানুষগুলো ই মানুষ থেকে অমানুষে নামায়।


৩।
গ্রহণ করিনি তাই ভেবেছো গ্রহণে অক্ষম
জলে ভেসে যায় যে বালিহাঁস তোমার পুকুরে
তারও পালকে লুকানো থাকে ডানা- হাজার পথ পাড়ি দিতে সক্ষম।


৪।
ফসকে যাচ্ছি, পতন ঠেঁকাবে কে?
কে ধরবে আঁকড়ে হাত?
ফসকে যাচ্ছি, উপড়ে তোমার পাখ-পাখালী হাসনুহেনা-বাগানবাড়ি নীচে অতল খাঁদ।


৫।
পাতা ঝরার শব্দ শুনি রাতে
শুনি নৈশ রিকশার একাকী বাড়ি ফেরা
জলের উৎসব নগরীর প্রান্তে- ব্রিজের তলে,
তখন সারা দিনের সকল নীরবতা একসাথে কথা বলে।


৬।
শহরের তারে কাক গুলো কালো ফুল হয়ে ফুটে আছে,
ডাক দিলে উড়ে যাবে ওরাও পরাগায়ন জানে।


৭।
শীত রাত চলে যায় তবু রাতের নিস্তব্ধতা ভাঙে না কেউ
ঘরে নীরব অন্ধকার বাইরে চাঁদা টা- নীরব সেও।


৮।
কে কাকে হারাবে কে কার ছায়া হবে
মানুষের পেছনে অমানুষ দাঁড়িয়ে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার, সব গুলাই ভাল্লাগছে....চালিয়ে যান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.