![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঈশ্বর হবে সম্পূর্ণ ক্রোধহীন নিরহংকার প্রতিদান অপ্রত্যাশী,
সে ক্ষুধার্ত কে অন্ন দিক, বিপদগামী কে পথ দেখাক, অন্ধকে হাত ধরে পার হোক ব্যস্ত রাস্তা
অবোধ শিশুর হাত থেকে পিতার ধারালো ছুরি সরিয়ে নেবার মত
সে সরিয়ে রাখুক মানুষের হাতের সকল মারনাস্ত্র; বন্ধ করুক সকল হিংস্রতা।
সে বিস্মিত হোক, দুঃখ কি জানুক, বুঝুক জন্ম মৃত্যুর মাঝের জীবন-
মানুষের সকল অনুভূতি তাকে স্পর্শ করুক মানবিক ভাবে;
মঠ মন্দির মসজিদ উপাসনালয়ে ভাগ হয়ে যাওয়া মানুষের দিকে তাকিয়ে গভীর মমতায় বলুক আহারে...
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯
পিয়াল হাসান আকাশ বলেছেন: সত্য কথাটি এবং মনের কথাটি বলেছেন ভাই ।