নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

আবারো সেই বনলতা সেন!

০২ রা মে, ২০১৬ সকাল ৯:২৩

১।
পঞ্চমীর রাতের দেহ এখনো পড়ে আছে লাশকাটা ঘরে,
এই সেই মেঠো চাঁদ কুহকময়ী
ইলেকট্রিক আলোর নগরে!

২।
এ জলের গন্ধ ফসলের ডাকে
মেঠো পূর্ণিমার দেশে ফিরতেও পারি পরজন্মে,
মানুষ নয় হয়তো লক্ষিপেঁচা টি হয়ে শিরিষের ডালে ধূসর পালকে..

৩।
সন্ধ্যা আকাশে সাদা বাতাসা র মত চাঁদ
শিপন মেঘ জড়িয়ে আছে,
আজ জ্যোত্স্না হবে না প্রগাঢ়
আজ দেবদারুবনতলে রেখেছি অভিসার।

৪।
সে আমার সামনে বসা
যে বসেছিল ভ্যানগগের সূর্যরং তৈলচিত্রের মাঝে,
সে আমার সামনে বসা
মুখোমুখি যার বসেছিল চাঁদলাগা কবি,
সে আমার সামনে বসা,
চাঁদ গেছে বেনো জলে ভেসে।

৫।
খেয়া ঘাট মৃত, লাইট হাউজ টাও জাদুবলে ছুঃমন্তর
ফুরলো নদীর লেনদেন,
আসুন মুখোমুখি বসি
আপনিতো সেই বনলতা সেন ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ সকাল ১০:১৯

আরণ্যক রাখাল বলেছেন: শেষের কবিতাটা ভালো লেগেছে সবচেয়ে বেশি।
সব মিলিয়ে দারুণ

২| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৫

আরাফআহনাফ বলেছেন: ৩,৫ অসাধারন হয়েছে।
ভালো লাগা জানিয়ে গেলাম।
+++++

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.