নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অন্য সময়ের কবিতা

২৫ শে মে, ২০১৬ রাত ৯:১২

#ক্ষমা করো সবিনয়

সন্ধ্যা আরতির মায়াবী বিষন্নতা নেমে এলে ধরনীতে
পারানীর ঘাটে একটা ডিঙি ও থাকে না,
বটের চৈনিক পাতা ছায়া রাখে জলের নীরব শরীরে
পুব থেকে জেগে উঠে নক্ষত্র রা
সহস্র ফুলে চুম্বন রেখে বেগুনী হয় পরাগী নদী
তখন কম্পিত স্বরে ডেকে ওঠে জংলার ডাহুক
বুঝি শেষ হলো পূজারীর আরতির সময়।



#মন পাগল

মন কি নদীর মত?
মন কেন ভাঙে হৃদয়ের তীর,
কেন সে বদল করে চেনাজানা পথ?
মন কেন বাওড় এর মত ফেলে যায় হারানো বসত?
কেন সে শুকায় খরায়, খচখচ করে বালি,
কেন সে বান ডাকে অসময়- ভাসায় স্বপ্নফসল?
মন কি নদীর মত?!
সে কেন রোখে না লুটেরা সাম্পান,
উজান বাওয়া ভীনদেশী মাঝি?
সমাদর নেই কেন তবু ফোঁটায় নীলাভ সব ফুল?
মন কেন নদীর মত রাতজাগে একাকী?



#একটা ফোন আলাপ অতঃপর.....

নিতুর সাথে ভিজলাম সকালে
বর্ষাতি ছাড়া একা একা বাকি দিন
আর নিশিকান্ত ডাকাতের মত লুট হয়ে গেলাম একরাতের যক্ষায়
নিতু ফোন করেছিল গোপন থাকলো না
জেনে গেলো গোরেরও জমিন।
নিতু ফোন করেছিল আমি এটা একান্তে নদী কে জানালাম
আর রটে গেল জলে ও ডাঙায়,
গাছে, আর গাছ থেকে পাখিতে,
ওরা সেটা মেঘকেও জানালো
আর মেঘটা পুরো মেঘের সংসারে নির্লজ্জের মত,
সমবেত মেঘদল গোপন রাখলো না কিছুই
পুরোটা আকাশ কাঁপিয়ে বৃষ্টির ভাষায় গড়গড় করে বলে দিলো পৃথিবীকে -
নিতু ফোন করেছিলো, বলেছিল বৃষ্টিতে ভীষণ মন খারাপ হয়!
আর তাতেই হাঁদারাম ভেবেছে বড় আপন কেউ ছাড়া একথা বলা যায় না বোধহয়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.