![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
একটা রাত দিন না হলে কি হয়?
দু'টো রাতের মাঝে একটা দিন সরে যাক,
মানুষ গুলো ঘুম ভেঙে দেখুক এখনো রাত
ক্যালেন্ডারের পাতা না উল্টাক।
২।
দিন রাত প্রেম আর বিষন্নতার কথা বলতে অসহ্য লাগার কথা,
তারপরও হতাশা একটা জনপ্রিয় অসুখ!
৩।
রাজায় রাজায় যুদ্ধ হয়
ঈশ্বরে ঈশ্বরে বাঁধে তুমুল লড়াই
মাঝখানে মরে মানুষ
মাঝখানে শুধু মানুষে মানুষে রক্ত ক্ষয়।
৪।
ভাল আছি সামাজিক কুশল বিনিময়ে
আছি হাসির বিষাদে ডুবে,
ঋতু বদলায় ধোঁয়ার নিকোটিনে।
৫।
দূরে থাকি সেই ভাল
তুমি তো ঘষা অস্বচ্ছ কাজ
আমি বারুদ
পিঠে পিঠ ঠেকলেই জ্বলে যাবে আগুন।
৬।
মানুষ গুলো ভীষণ অস্বচ্ছ যেখানে
সেখানে মার্কারী লাগিয়ে নিজেকে চকচকে দেখাতে চাই।
প্রতিফলণ শিখে গেলে তারা আর নিজেকে দেখে না।
৭।
যেখানেই যাও ভাল থেকো সুখে থেকো
আমি আসলে মন থেকে বলিনি ওসব
আমি কেউ নই আমি এক মূর্তিমান পিশাচ।
৮।
নিন্দিত হও কি নন্দিত কিছুই আসে যায় না ওসবে
অধিকার শুধু বাঁধা ঐ সাড়ে তিন হাত।
©somewhere in net ltd.