নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকে ঘৃণা করি
তুমি আমার দেশ কে শ্মশান নিস্তব্ধ করো
আমার মাটিকে করো রক্ত লাল
আমার পবিত্র জল তোমার স্বদন্ত বিষে করো বিষাক্ত নীল
আমার অরণ্য কে করো কুঠার চিহ্নিত
আমার উঠনে তুমি ডেকে আনো বিষণ্ণ বিলাপ
আমার শিশুর উচ্ছাসে তুমি উপহার দাও শঙ্কিত চোখ
আমার উত্সবে তুমি পরিয়ে দাও বৈধব্যের সাদা রং
আমার নিঃশ্বাসে তুমি ভরে দাও মৃত্যুর ঘ্রাণ
আমার বর্ষা ধারা কে করো অশ্রু হাহাকার,
আমার আকাশে তুমি এক মরা খেকো শকুনের ছায়া
আমি তোমাকে ঘৃণা করি,
তোমাকে আমার সমস্ত অভিশাপ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০
আলম দীপ্র বলেছেন: অভিশাপ আসছে !
কবিতা সুন্দর ! সুন্দরই কবিতা ।