নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৩৪

১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪২

১।
যখন একটি ত্রিমাত্রিক ছবিকে দ্বিমাত্রিক কাগজে বন্দি করতে চেষ্টা করছিলাম
তখন দেখলাম কোথাও বৃষ্টি হচ্ছে
আর বৃষ্টিগুলো চতুর্মাত্রিক !


২।
মানুষের কিছু চাই
হয়তো সেটা প্রেম, কিছুটা শরীর
অথবা স্বপ্ন দেখার বালিশে একজোড়া ওষ্ঠ ই প্রয়োজন।


৩।
যাবোনা তো বলিনি
তবু আমার এখনো কিছু কাজ পড়ে আছে এখানে বাকি,
আর একদিন এসো
নিয়ে যেয়ো খাঁচায় পুরে যাদুর পরাণ পাখি।


৪।
নিজের ভেতর হেঁটে হেঁটে দূরে চলে গেছি
সেটা কত দূর জানি না
তুমি কি আমার সে মানুষ যে আমার ভেতর হাতড়ে আমায় পাবে!


৫।
আমি একটা জীবন চাই যার রং অরণ্য সবুজ
যেখানে নেই কোন পাতা ঝরা ঋতু
যেখানে পীত আর খয়েরী দু'টোই নিষিদ্ধ, নিষিদ্ধ বার্ধক্য ও জরার প্রবেশ।


৬।
দু'টো লাইন লিখলেই হতো কিন্তু লিখলাম চার টা
আর চার টা কে টেনে আঠারো
তারপর কিছুই হলো না- না কবিতা না গল্প,
না তোমার আমার অলীক কোন উপন্যাস।


৭।
কেউতো কথা ই দেয়নি কথা রাখার প্রশ্ন ই আসে না
সব সময় তো আমি ই ছিলাম
কোন আমরা ছিল না।


৮।
একটা আনবিক বোমা বানাতে একজন ভালোবাসার লোক লাগে
আর লাগে তার প্রতি মানবিক অন্ধ আকর্ষণ।
তারপর ইতিহাস হিরোশিমা নাগাসাকি, বিদ্ধস্ত চেরনোবিল।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯

ডি মুন বলেছেন:
টুকরো কাব্য ভালো লাগল
++

কবিকে শুভেচ্ছা

২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৩

ক্লে ডল বলেছেন: সুন্দর। ৮ নাম্বারটা বেশি ভালো লেগেছে। :)

৩| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫২

মিঃ অলিম্পিক বলেছেন: ওয়াও ওসাম....

৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগল অনুকাব্য!

:)

++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.