![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নক্ষত্রের মৃত্যু ক্ষুধা নিয়ে বেঁচে আছি,
কাছে এসো না নিঃস্ব হবে, নিঃস্ব।
পুড়লেও কিছু থাকে ছাই কয়লা কার্বনের দাগ,
শুন্য হয়ে আছি শুন্যতা নিয়ে
কাছে এসো না শুন্যতা ছিঁড়ে খাবে,
তুমি আর শুন্যতার দেখেছো কি
শুন্যতাকেও ছেঁড়ে শুন্যতার দাঁত।
কাছে এসো না, আমার প্রেম আজ সব মৃত প্রায় নক্ষত্র হয়েছে আকাশের দূরতম কোণে
তাদের বিষণ্ণ আকর্ষণ শুষে নিচ্ছে সুবিশাল অসীমশুন্য মহাকাশ।
কাছে এসো না, আজ আর সময় নেই নক্ষত্র দেখার।
©somewhere in net ltd.