নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ৩৫

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৭

১।
পা বাড়ালেই অন্ধকার, অতলের খাদ,
পা বাড়ালেই বন্ধুর পথ, অসহিঞ্চু জনপদ!


২।
সাপের কামড়ে মৃত্যু হয়
কিন্তু এতোটুকু ছোবল না হেনেও একমাত্র মানুষ ই বুঝি মারে
একমাত্র মানুষ ই বিষ মন্ত্র জানে।


৩।
মাঝে মাঝে মানুষের নিঃসঙ্গতাও লাগে।
মাঝে মাঝে শুধু এক নিজেকেই প্রয়োজন।


৪।
আসি বললেই কি আর আসা যায়?
কিছু প্রস্থান ও থাকে আসি তে।


৫।
পেছনে দেয়াল ভাঙো, সর্বহারার হারাবার কিছু নেই,
পিঠ ঠেকে গেলে সম্মুখে না পারো পেছনে দেয়াল ভাঙো
পৃথিবীর সব পথ চক্রাকার।


৬।
আমার কি হাত ভর্তি ঋণ
নাকি হাত ই নেই
হাত বাড়ালে ই শূণ্যতা আসে !


৭।
গাছের ভাষায় নাহয় বলেছি ভালবাসি
তাইবলে কি একটুও ঈর্ষা থাকবে না?
গাছেদের কি ঈর্ষা থাকতে নেই?


৮।
স্বপ্নহীন বিছানায় নির্ঘুম রাত
তবে স্বপ্নের দ্বারস্থ নই,
ভুল স্বপ্ন দেখে দেখে ক্লান্ত, এখন ঘুমতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

ধ্রুবক আলো বলেছেন: আসি বললেই কি আর আসা যায়?
কিছু প্রস্থান ও থাকে আসি তে।

অসাধারন হইছে, দারুন

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
অনেক জীবনমুখি কবিতা। ছন্দ গুলো খুবই সুন্দর হয়েছে। কবিতার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.