![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
পা বাড়ালেই অন্ধকার, অতলের খাদ,
পা বাড়ালেই বন্ধুর পথ, অসহিঞ্চু জনপদ!
২।
সাপের কামড়ে মৃত্যু হয়
কিন্তু এতোটুকু ছোবল না হেনেও একমাত্র মানুষ ই বুঝি মারে
একমাত্র মানুষ ই বিষ মন্ত্র জানে।
৩।
মাঝে মাঝে মানুষের নিঃসঙ্গতাও লাগে।
মাঝে মাঝে শুধু এক নিজেকেই প্রয়োজন।
৪।
আসি বললেই কি আর আসা যায়?
কিছু প্রস্থান ও থাকে আসি তে।
৫।
পেছনে দেয়াল ভাঙো, সর্বহারার হারাবার কিছু নেই,
পিঠ ঠেকে গেলে সম্মুখে না পারো পেছনে দেয়াল ভাঙো
পৃথিবীর সব পথ চক্রাকার।
৬।
আমার কি হাত ভর্তি ঋণ
নাকি হাত ই নেই
হাত বাড়ালে ই শূণ্যতা আসে !
৭।
গাছের ভাষায় নাহয় বলেছি ভালবাসি
তাইবলে কি একটুও ঈর্ষা থাকবে না?
গাছেদের কি ঈর্ষা থাকতে নেই?
৮।
স্বপ্নহীন বিছানায় নির্ঘুম রাত
তবে স্বপ্নের দ্বারস্থ নই,
ভুল স্বপ্ন দেখে দেখে ক্লান্ত, এখন ঘুমতে চাই।
২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
অনেক জীবনমুখি কবিতা। ছন্দ গুলো খুবই সুন্দর হয়েছে। কবিতার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭
ধ্রুবক আলো বলেছেন: আসি বললেই কি আর আসা যায়?
কিছু প্রস্থান ও থাকে আসি তে।
অসাধারন হইছে, দারুন