![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
কেউ কি এই দুপুরে দুপায়ে পাতার শব্দ
চুলে জলের গন্ধ মেখে নদীতীরের জংলাপথে ফেরে?
কেউ কি জানে কখন ডাকে হলুদ ডানার পাখি?
মধ্য দিবসে খাঁ খাঁ করে শুন্য বসত বাটি।
২।
হারানো রৌদ্দুরে এখনো কিছু পালক পড়ে আছে
পাঁচিল পেরিয়ে দুপুর এখন সন্ধ্যা নামার কাছে।
৩।
ছাদের আকাশ, দুধ সাদা সদ্য যৌবনা চাঁদ,
নৈঃশব্দ্যের অক্ষরে লিখছি কলরব!
৪।
কি এক জ্যোত্স্না এলো জানালা ভেঙে এই দিনরাতের মাঝে
আমি কারে ডাকি পরাণের পাখি
সে যে থাকে দূর পরবাসে !
৫।
ছায়ায় ঢাকা কুয়োর পাড়ে জ্যোত্স্না নামে গোপন চুমুর আবদারে
অতল জলে বড্ড বাড়ে টান,
এই জ্যোত্স্নায় তুমি করে যেও একটি চন্দ্র-স্নান!
৬।
আমরা এখনো জ্যোত্স্না বলতে জলের ছবি ই আঁকি,
আঁধার ঘেরা একখন্ড রূপলী দিঘি!
৭।
বিস্মরণে যাও -
যত দ্রুত যাবে বেঁচে যাবো
বেঁচে যাবে লোনা জলে ডুবে থাকা আশ্বিনের চাঁদ,
সব ব্যথা ধূলো হবে
জ্যোত্স্নায় পোড়াবো আজ স্পর্শ দাগ।
৮।
নিরবতার সমার্থক মৌন মুক
তবে সম্মতি ও থাক
দম্ভ অহংকার অবজ্ঞা ও নিরবতা।
©somewhere in net ltd.