নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#ছাত্র
আমার রুমমেট গণিতের ছাত্র
খাতায় একটা বৃত্ত আঁকার পর
চাঁদের খোঁজে আকাশে চোখ রাখার প্রয়োজন বোধ করেনি কখনো !
#বিপ্লবী
মৃত বিপ্লবী বেঁচে থাকে টি-শার্ট, ব্যাকপ্যাক, ক্যাপে।
বিপ্লব- যুবক যুবতীর বিপ্লবী ফ্যান্টাসীতে।
চে বেঁচে আছে, কাস্ত্রো ও বাঁচবে।
#ঈশ্বর
ঈশ্বর যে খুব একা একজন আমি সেটা জানতাম অনেক আগেই। একা এবং অভিমানী।
#একটি নিঃসঙ্গ বিজ্ঞাপন
দেয়ালে রাজনৈতিক বিজ্ঞাপনের ভিড়ে
কেউ একজন ছোট করে লিখে গেছে বন্ধু চাই!
#স্বপ্নের মৃত্যু
স্বপ্নের মৃত্যু র কাছে শারিরীক মৃত্যু খুব একটা বড় নয়।
এই অপ্রকাশ্য সত্য টা প্রমাণ করতে পারলে স্বপ্নহীন মানুষেরা অমর হয়ে যেতো।
যেখানে আমরা মরেছি অকালে।
২| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: à¦à¦¾à¦²à¦
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
না পড়লে ব্লগার খুশী হন না; পড়লে নিজের মেজাজ খারাপ হয়