![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
কুয়াশা ভাঙা সকালে গরম চায়ের কাপে চুমু রাখে ভীরু ঠোঁট
এই লাজুক স্পর্শ জানে প্রতিদান নিশ্চিত উষ্ণ পরশ।
২।
সোডিয়াম ল্যাম্পপোস্টে হলুদ কুয়াশা ঝরে
নৈঃশব্দ রাতে এ শহর নীরবে কথা বলে।
৩।
এক একটা বৃষ্টি আসে কেউ জানে না অলক্ষ্যে ঝরে যায় শুন্য উঠোনে
ভেজে না কোন কিশোরী বয়স,
এক একটা সকাল দৃষ্টি শুন্য
শিউলী ঝরায় বেদনার জাফরানে।
৪।
দূরে যাও, যদি বন্ধ ঘরে শ্বাসকষ্ট বেড়ে যায় দুজনার নিঃশ্বাসে
যদি চেনা মুখে ফিরে আসে অচেনা মানুষ।
৫।
যে ঘড়ির কাটায় বদলে যাচ্ছে সময়
সে ঘড়ির কাটাও বৃত্তপথে ঘোরে,
শুন্য থেকে যে জীবন শুরু
সে সেই শুন্য মুখীই চলে।
৬।
নিরব জিজ্ঞাসা গুলো নিরব ই থেকেছে
বয়স বেড়েছে কারো,
কিছু জিজ্ঞাসার সমাধি বাঁধিয়ে চক্ষু হয়েছে তিমির কালো।
৭।
এসো সকালের রোদ পা মেলে বসো এই পাটাতনে
জল থেকে সদ্য তুলেছি নোঙর
এসো এ শীর্ণ নদী কেঁটে ভেসে যাই সন্ধ্যা অবধি
নক্ষত্র আলিঙ্গনে।
৮।
কমলা রং এর সূর্যের আলো ছড়িয়ে আছে জানালার উল্টো দেয়ালে,
দিন কে রাত খুন করে এই অদ্ভূত শৈল্পিক রঙেই!
©somewhere in net ltd.