![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
কিছু জিনিস পাওয়া থেকে হয়তো না পাওয়া ভালো।
যা পেয়েছি তার সবই অকৃতজ্ঞের মত ভুলে গেছি।
যা পাইনি মনে আছে পাইনি সেসব।
এখনো মনে আছে চাইল্ডহুড সিকিউরিটি ইস্যুতে
পাওয়া হয়নি মেলায় টিনের বারুদের পিস্তল!
২।
কুমিরের মত জল কাঁদা থেকে উঠে
রোদ পোহায় রোজ দুপুরে এ শহর,
চলো এবার দূরে যাওয়া যাক
ঝুঁপড়ি নামানো বটের কোল ঘেষে
শুয়ে আছে কালো পিচঢালা অজগর পথ।
.৩।
ছবি গুলো পড়ে আছে
রোদ লাগা নদী আমার উড়ন্ত চুল,
আমি নই, কোন অবাক কিশোর!
আমি নেই, হেঁটে হেঁটে পেড়িয়ে গেছি স্মৃতি করে সেসব দুপুর।
৪।
ভালোবাসা একটা সুপ্ত ঘূর্ণিঝড়,
ভালোবেসে একযুগ পরে ফিরে এলেও ঝড় ওঠে, হাওয়া দেয় এলোমেলো,
এমন তো নয় একমাত্র নীল সাগরই জানে সেসব!
৫।
স্বপ্নহীন ভালোবাসা নেই।
সব ভালোবাসায় একটা পাওয়ার স্বপ্ন থাকে।
কখনো কখনো হয়তো সেটা নিজেরও অগোচরে, খুব বেশি গোপনে।
৬।
তোমার আছে বৃষ্টি বিলাস
আমার কিন্তু মেঘের কাছে বাড়ি,
যার ভেঙেছে সমস্ত ঘর মাচান চালা ধানের উঠোন
তার তো হবেই নদীর সাথে আঁড়ি।
৭।
কোন আকাঙ্খাহীন ভালোবাসা নেই এই মনে
এ মন স্বৈরাচারী একনায়ক
তোমাকে দূর্গ করে পরিখা খোঁড়ে নিউরনে।
৮।
নক্ষত্রের কেঁপে ওঠা দেখে আমার শুধুই ভুল হয়ে যায়,
ভুলে যাই আলোর প্রতিসরণের সূত্র,
মানুষের ব্যথায় গ্রহ নক্ষত্র মহাবিশ্বের একবিন্দু শিশিরও কাঁদে না কখনো।
©somewhere in net ltd.