![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#প্রলয়ের দেবতা
একরাশ সৃষ্টির পর ঈশ্বর ও সৃষ্টি ভুলে গেছেন,
তার এখন সবই ভুল মনে হয়।
#ভুল
ঈশ্বরের রাজ্যে দুধের শিশু ও অনাহারে মরে
ঈশ্বরের অপরাধ লেখা হয় না,
লেখা হয় মানুষের ঘরে।
#বিভ্রান্তি
যে ধর্মের কাছে মানুষের চির পরমতসহিষ্ণুতার দাবী
সেখানেই মানুষের প্রথম ভুল।
যেখানে সকল ধর্ম ই অন্যধর্মকে অধর্ম আখ্যা দিয়েছে।
#অবিচার
ঈশ্বর পুত্র হত্যার অপরাধে মানুষকে মরতে হয়নি।
অথচ বিলুপ্ত হয়েছে ডাইনোসর!
#অজ্ঞতা
যে দুর্বোধ্যতা দিয়ে ঘিরে আছো
যে প্রান্তহীন রহস্য জালে,
যেখানে বোধেরা অসহায়,
সেখানে আমার সকল ক্ষোভ ক্ষমা হোক, ক্ষমা হোক সকল অজ্ঞতা।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৪
সায়েদা সোহেলী বলেছেন: ঈশ্বরের রাজ্যে দুধের শিশু ও অনাহারে মরে
ঈশ্বরের অপরাধ লেখা হয় না,
লেখা হয় মানুষের ঘরে।
যে দুর্বোধ্যতা দিয়ে ঘিরে আছো
যে প্রান্তহীন রহস্য জালে,
যেখানে বোধেরা অসহায়,
সেখানে আমার সকল ক্ষোভ ক্ষমা হোক, ক্ষমা হোক সকল অজ্ঞতা।
ক্ষোভ ক্ষমায় পরিণত হয় ,
বোধ থেকে আত্নঅহমিকা !
দুর্বোধ্যতার অনুভুতিকে প্রান্তহীন রহস্য ধরে নিয়ে পথিক পথ বদলে ফেলে ,
উপভোগ করে ভগ্নাংশের কৌতুক
লেখার ধরন অনেকখানি বদলেছে মনে হচ্ছে কবি !! ?? ২০১৩/১৪ এর লেখাগুলো যতদূর মনে পরে অন্য ধাচের ছিল
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭
এন ইসলাম রনি বলেছেন: "মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, সকালে- বিকালে বদলায়, কারণ অকারণে বদলায়।"
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৯
PoisonousMist বলেছেন: ঈশ্বরের রাজ্যে দুধের শিশু ও অনাহারে মরে
ঈশ্বরের অপরাধ লেখা হয় না
অসাধারণ অসাধারণ অসাধারণ।