নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
মুখোশ ছাড়া মানুষ হয় না। মুখোশের বিরোধীতা করা আসলে অর্থহীন।
এই যে আমিও একটা জ্ঞানী জ্ঞানী মুখোশ পরে এটা লিখছি এখন!
২।
তুমি জীবন চাও পানির মত সরল,
পানিরও তিনরূপ- কঠিন তরল বায়োবীয়!
৩।
আদিম আগুনে পুড়ছে ভেতর
অথচ উড়ন্ত ছাইয়ে তুমি কারণ অনুসন্ধানী।
৪।
দেখা যায় না শুধু ডাক শুনি তার
ঝিঁঝিঁ পোকা নাকি স্বচ্ছ সবুজ ডানার !
৫।
নিঃঙ্গ চাঁদের আলো নিস্তব্ধ রাতে
গল্প লেখে উঠোন জুড়ে এক সমুদ্র জ্যোৎস্নাতে।
৬।
ঝাপসা হয়ে আসা সম্পর্কের ভেতর জেগে থাকে নিরুত্তর আড়ষ্ট ঠোঁট
চলে যাচ্ছি কুন্ঠিত স্মৃতি নিয়ে ঘোরের ভেতর।
৭।
কিছু ঝরে, কিছু ভুল হাতে পড়ে, কিছু অপেক্ষায় মালা গেঁথে যায়,
কিছু স্বার্থক প্রেম প্রেমের ফুলদানীতেও শুকায়।
৮।
আবেগ আর ক্রোধগুলো চট করে লুকাতে মুখোশ কাজ দেয় খুব,
আমরা মুখোশে ঢেকেছি দুঃখ ব্যথা কিছুটা অসুখ।
©somewhere in net ltd.