নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত মিথ্যা টি হচ্ছে- ভালো (আছি)।
২।
প্রতিটি মানুষ ই অন্যকে ক্ষমা করে নিজেকে অপরাধী করে বেশি।
৩।
যেখানে কোন উপসংহারে পৌঁছানো যায় না সেখানে "Imagine" শব্দটি ঐশ্বরিক।
৪।
মানুষ পথভ্রষ্ট হয় খুব সহজে তাই মানুষের এতো ঈশ্বর।
৫।
নদীও একটা পথ যে পথে হাঁটা নয় সাঁতরানো লাগে, যে পথ নিজে নিজে চলে।
৬।
মৃত্যু ভয় নয়, ভয় পঁচে যাওয়ায়।
৭।
পৌষের রাত দীর্ঘ হতে পারে তবু এ জ্যৈষ্ঠের দিন অসীম সমান!
৮।
মনের বিপরীতে মস্তিষ্কের চলা তবু তাকে হারতেই হয়।
৯।
সামাজিক হবার প্রথম শর্ত সত্য বলার অধিকার হারানো।
১০।
ক্ষমতার বাহুমধ্য বিবেক শয্যাসঙ্গীনীর মত।
১১।
যত ঘন সবুজ দেখায় যে বন তার পায়ের কাছে তত শুন্যতা।
১২।
এক সহস্র নক্ষত্র সাধ অথচ জীবন ক্ষুদ্র।
১৩।
জীবন একটা সিগরেটের মত আগুন জ্বালতেই হয়, আর জ্বালতেই শেষ!
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭
প্রিন্স হেক্টর বলেছেন: ভালোই
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২০
সুমন কর বলেছেন: কিছু ভালো ছিল।