![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদী যেমন একাকী ঘুরে ফিরে চলে যায়
জোয়ার তাড়িত স্রোত আর ভাটায়
বর্ষার দূরন্ত ঋতু শেষে শীতের রিক্ত খাদে
বুক জোড়া বালু নিয়ে বাসন্তী রোদে দেখায় মরুসম হৃদয়
আমি কি তেমন একান্ত ব্যক্তিগত অনুচ্চারিত দাবী নিয়ে চলি
বর্ষার উচ্চাশা থেকে গুটিয়ে শীতের হতাশায়!
আমি কি কেবল ভুল বসন্তে সবুজ হয়ে যাওয়া বীজতলা নদী
যার স্বপ্নেরা বেড়ে ওঠে অন্যের ঘরে তুলে দিতে সোনালী সুখমন্ত্র বীজ!
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
আছির মাহমুদ বলেছেন: মুগ্ধতার জোছনা মেখে গেলাম!